জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক এ.টি.ইউ তাজ রহমান বলেছেন, দেশের মানুষ সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদকে আবারো ক্ষমতায় দেখতে চায়। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই।
তিনি শুক্রবার সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেটস্থ পার্টির কার্যালয়ে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায়ক এম.এ মালিক খান, এডভোকেট মুফতী আব্দুর রহমান চৌধুরী, আব্দুর রহমান বারাকাত, জাপা নেতা আরশ আলী বাবুল, মোঃ দৌলা মিয়া, মোঃ নিমার আলী, জেলা জাতীয় যুব সংহতির নেতা আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর খান, সেলিম আহমদ, মোঃ শাহজাহান, আব্দুস শহীদ, ফখরু মিয়া, হাজী শিতাব আলী, লিয়াকত আলী মেম্বার, তাজ উদ্দিন বাবুল প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মুফতী আব্দুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্কটল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন এর নেতৃত্বে শতাধিক নেতকার্মী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ তাজ রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
সভায় মেয়াদ উত্তীর্ণ ও দলীয় কর্মকান্ডে নিষ্ক্রিয়তার জন্য ৮টি উপজেলা ও থানা কমিটি বিলুপ্ত করা হয়। উপজেলা ও থানাগুলো হচ্ছে- দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট সদর, মোগলাবাজার থানা ও শাহপরান থানা। সভায় আগামী ২ মাসে মধ্যে সিলেট জেলার সকল উপজেলা কমিটি গঠন করা এবং তিন মাসের মধ্যে জেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি