সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন-সন্ধ্যার পর বিদ্যুৎহীন নগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
পরিদর্শনকালে তিনি উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনের সাথে খোলামেলা আলোচনা করেন।
এ সময় বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ঢাকা থেকে একটি স্পেশাল টিম সিলেট আসছে। আমরা রাতদিন কাজ করে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ করব।
অধ্যাপক জাকির হোসেন অনাকাক্সিক্ষত এই ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ায় সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান জামিল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ প্রমুখ।