সমৃদ্ধি কর্মসূচির পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রোতা ও দর্শকের আগমন

35

স্বেচ্ছাসেবী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রমের উপর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পটগান ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা ও পটগান পরিবেশনা বিকাল ৩০.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফৌজিয়ারা বেগম সাম্মী সদস্য জেলা পরিষদ ও চেয়াম্যান জাতীয় মহিলা সংস্থা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নিগার সুলতানা কেয়া মহিলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা। পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক জানান, স্বাস্থ্য শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পটগানের মাধ্যমে যুব সমাজকে সচেতন করার জন্য এ গানের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান আগামীকাল বৃহস্পতিবার একই গান মঙ্গলকাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হবে এবং আগামী শুক্রবার বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড ভিত্তিক যুব ফুটবল খেলার সেমি ফাইনাল খেলা বিকাল ৩টায় কৃঞ্চনগর বনাম মইনপুর দুটি দল অংশগ্রহণ করবেন। এ সময় সুরমা ইউপি সদস্য আবুল হেসেন ও পদক্ষেপের এম আই এস অফিসার মোঃ মনিরুজ্জামান, স্বাস্থ্য কর্মকতা মোঃ সুলতান মাহমুদ, জাহিদ হাসান, এসডিও, আলমগির, আঃ রহিম খলিফাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি