স্টাফ রিপোর্টার :
দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলের বেদখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে বন বিভাগ। এর অংশ হিসেবে সোমবার রাতারগুল বনের পূর্ব মহেষখেড় মৌজায় প্রায় ১৩১ একর জায়গা উদ্ধার করেন সংশ্লিষ্টরা। এ সময় বনবিভাগের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে ওই জায়গা সীমানা চিহ্নিত (ডিমারকেশন) করা হয়।
সিলেট বন বিভাগের সারী রেঞ্জের রেঞ্জার মো. সাদ উদ্দিন আহমদ জানান, কয়েক দশক থেকে বনের বহিরাংশের পূর্ব মহেষখেড় মৌজার প্রায় ১৩১ একর বনবিভাগের জমি স্থানীয়রা দখলের মাধ্যমে ভোগ করে আসছিলেন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেদখল হওয়া এই জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। রেঞ্জার সাদ আরও জানান, স্থানীয় গ্রামবাসীর সাথে সমঝোতার ভিত্তিতে বনবিভাগের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হয়েছে। সোমবার ওই জমিতে সীমানা প্রাচীরের মাধ্যমে চিহ্নিত করণের পাশাপাশি বৃক্ষরোপনের মাধ্যমে বনায়ন কর্মসূচি শুরু করা হয়। ওই জমিতে হিজল, করচ, জারুল, মুর্তাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষাধিক গাছ রোপন করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাতারগুলের পরিবেশ রক্ষায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এসব বাস্তবায়ন করা হবে।