কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় দলীয় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সাথে আওয়ামী প্রযুক্তিলীগ সমর্থিত নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, প্রযুক্তিলীগ নামক সংগঠনের কেন্দ্রয়ী সভাপতি ফয়ছল আহমদ রাজের বাড়ী সড়কের বাজার এলাকার দীঘিরপার গ্রামে অবস্থিত। এই সংগঠনের নামে এলাকায় কয়েকটি শাখা কমিটি রয়েছে। মাঝে মধ্যে উক্ত সংগঠনের সাথে জড়িতরা সড়কের বাজারে মিছিল করে থাকেন। বাজারে তাদের সংগঠনের কার্যালয় রয়েছে। সংগঠন কর্তৃক মাঝে মধ্যে কর্মসূচি পালন নিয়ে এলাকায় সংগঠনের নেতা কর্মীদের সাথে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের বড় একটি অংশের নেতা কর্মীদের বিরোধ চলে আসছে। এর জের ধরে সর্ব শেষ গত ১২ নভেম্বর সড়কের বাজারে প্রযুক্তিলীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল বের করলে সেই মিছিলে হামলা চালায় স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা। মিছিলে হামলা চালানোর পাশাপাশি প্রযুক্তিলীগের বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয় ব্যাপক ভাংচুরের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে সড়কের বাজার এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছে। ১২ নভেম্বরের মিছিলে হামলা ও সংগঠনের অফিস ভাংচুর সহ বিভিন্ন অভিযোগ এনে প্রযুক্তিলীগের দীঘিরপার ইউপি শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান (২২) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদেরকে আসামী করা হয়েছে তারা সবাই স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকর্মীরা। এ নিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে বাজারের ব্যবসায়ী ও আ‘লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন।