পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন ৪ দিনের সফরে আজ সিলেট আসছেন

5

স্টাফ রিপোর্টার :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ৪ দিনের সফরে আজ বুধবার ৭ অক্টোবর নিজ নির্বাচনী এলাকা সিলেটের মৌলভীবাজারের বড়লেখায় আসছেন। মন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে বুধবার বেলা সোয়া ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি সরাসরি মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করবেন।
পরে শাহী ঈদগাহস্থ বন বিভাগের রেস্ট হাউসে অবস্থান করবেন। সেখান থেকে বিকেল সোয়া ৩টায় সড়কপথে বড়লেখার উদ্দেশ্য তিনি রওয়ানা করবেন। এদিন বিকেলে পরিবেশ মন্ত্রী সদ্য প্রয়াত বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাধারণ আনোয়ার উদ্দিন, সহ-সভাপতি নিমার আলী ও ফৈয়াজ আলীর কবর জিয়ারত করবেন। পরদিন ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করবেন। এদিন বেলা ২টায় পরিবেশ মন্ত্রী মৌলভীবাজারের উদ্দেশ্য রওয়ানা করবেন। সেখানে পৌঁছেই তিনি সদ্য প্রয়াত মৌলভীবাজারে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় তিনি মৌলভীবাজার পৌরসভা ক্যাম্পাসে পুকুর উন্নয়ন ও লাইটিং এবং কাশিনাথ সড়কের পুকুর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ মন্ত্রী যোগদান করবেন। সেখান তিনি বিকেল ৪টায় বড়লেখার উদ্দেশ্য রওয়ানা ওইদিন তিনি রাত্রীযাপন করবেন।
পরদিন ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলার নন-এমপিও মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জুড়ী উপজেলার পূজা মণ্ডপসমূহে জি.আর. চাল এর ডি,ও. এবং গৃহহীনদের জন্য ঘরের চাবি হস্তান্তর ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ করবেন। পরদিন ১১ অক্টোবর রবিবার সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরিবেশ মন্ত্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বড়লেখা উপজেলার পূজা মণ্ডপসমূহে জি.আর. চাল এর ডি,ও. বিতরণ, উপজলার পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ করবেন। এদিন রাতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করবেন।