সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী ও দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) কোতোয়ালী থানা শাখার উদ্যোগে কাজীটুলা বাজারে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী থানার বাসদ সমন্বয়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, শ্রমিকফ্রন্ট নেতা মামুন বেপারী, মাহবুব মিয়া, ছাত্রফ্রন্ট নেতা পল্লব সাহা, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন যেন মৃত্যু উপত্যকা। সড়ক দুর্ঘটনা, রেলে কাটা পড়া, নিরাপত্তাহীনতায় উচু ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মারা যাওয়া, ব্যক্তিগত পারিবারিক কলহ শত্র“তায় খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসী বিচার বহির্ভূত খুন, আন্ত:দলীয় কোন্দল-সংঘাত-সংঘর্ষ খুন, ধর্ষণ পরবর্তী খুন, এগুলোর যেন সীমা সরানো অসহনীয় বেদনা যন্ত্রণাকে গা-সহ্য ও স্বাভাবিক করে ফেলছে। অন্যদিকে চাল-ডাল-গ্যাস -বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের সাধারণ জীবনকে অতিষ্ঠ করে তুলছে। বক্তারা বিদ্যমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে শোষণমুক্ত সমাজব্যবস্থা নির্মাণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি