দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম-উল-হাসান মিন্টুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে দক্ষিণ সুরমায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রদল। মিছিলটি শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমায় কীনব্রীজের মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাবনা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শাহ টিপু সুলতান-এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদল নেতা সুমন আহমদ বিপ্লব, জুনেদ আহমদ, আল আমিন, আল আমীন, সাদিকুর রহমান নাঈম, দুলাল গাজী, সামছুদ্দিন শুভ, জামিল আহমদ জমির, আবু সালেহ, ইয়াসিন আহমদ ফাহিম, ফাহাদ আহমদ আবির, মাহমুদুর রহমান সুফি, রাহেল আহমদ, জাহাঙ্গীর আহমদ, নাহিদ আহমদ ফয়ছল, ইমন আহমদ, মিজু আহমদ, মারজান আহমদ, এনাম আহমদ, হাসান আহমদ, সুহেব আহমদ, রাহিন আহমদ শহিদ, রাসেদ আহমদ, এনামুল হক, তানবির আহমদ সজিব, আরিফুল হক রনি, জিলান আহমেদ, রঞ্জু আহমেদ, ইমন আহমেদ, রুমান আহমেদ, রাহিম আহমেদ, জুবেদ আহমদ, ইমন তালুকদার, ফাহিম আহমেদ(১) ডন ফাহিম, লায়েক, আফছার, মুকতার, ময়নুল ও ফজর প্রমুখ।
সভাপতির বক্তব্যে সোহেল ইবনে রাজা বলেন- অবৈধ সরকার বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অভিভাবক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরাম-উল-হাসান মিন্টুকে অন্যায়ভাবে গ্রেফতার করে ছাত্রসমাজকে বিক্ষুব্ধ করে তুলেছে। এজন্য সরকারকে কঠোর মূল্য দিতে হবে। অবিলম্বে ছাত্রদলের অভিভাবক আকরাম-উল-হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে ছাত্রদল নেতাকে মুক্ত করা হবে। বিজ্ঞপ্তি