ছাতকের জাউয়ায় জনতার হাতে ওএমএস’র ৩০ বস্তা চাল আটক অত:পর

43

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের জাউয়াবাজারে ওএমএস’র ৩০বস্তা চালসহ গাড়ী ও ডিলারকে জনতা আটক করার পর গভীর রাতে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার বিকেলে জাউয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ওএমএস ডিলার এমাদুর রহমান জাহাঙ্গিরকে ৩০বস্তা চালসহ গাড়ি ও ডিলারকে স্থানীয় জনতা আটক করে। সরকারি খাদ্য গুদাম থেকে নিয়ে আসা ৬০বস্তা চালের একটি চালান পাওয়া গেলেও গাড়িতে চাল পাওয়া যায় মাত্র ৩০বস্তা। বাকি ৩০ বস্তা চাল কোথায় গেল ? এমন প্রশ্নের উত্তর দিতে ডিলার ব্যর্থ হওয়ায় ক্ষুদ্ধ জনতা পার্শ্ববর্তী জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে গাড়িসহ সৌপর্দ করেন। প্রায় আড়াই ঘন্টা পর অপর একটি গাড়িতে করে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাকি ৩০ বস্তা চাল নিয়ে আসার পর সোমবার মধ্যরাতে চালসহ ডিলারকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে ছাতক উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন জানান, সরকারি চাল উধাও হয়নি, এক গাড়িতে জায়গা না হওয়ায় ২য় গাড়িতে বাকি চাল নেয়া হয়েছে।