গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে জেএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকার পরও ফোনে কথা বলে প্রশ্ন পত্রের বিষয়ে বাহিরে তথ্য আদান প্রদান করার দায়ে এক শিক্ষক ও এক পিয়নকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ওই দুইজনকে জরিমানা করেন। এ সময় পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষক মো. জামাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও পিয়ন রজনীকান্ত দে’কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস জানান, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সেখানে দায়িত্বরত একজন শিক্ষক ও পিয়নকে প্রশ্ন পত্রের বিষয়ে বাহিরে তথ্য আদান প্রদান করার অভিযোগ উঠে। তাৎক্ষণিক ভাবে থানার ওসি’র সহায়তায় বিষয়টির সত্যতা পেয়ে তাদেরকে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।