হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবলে (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জনসভায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় নারী সংসদ সদস্য কেয়া চৌধুরী আহত হয়েছেন। তাকে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নব নির্বাচিত আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান তারা মিয়া ও তার লোকজন এ হামলা করেছে বলে কেয়া চৌধুরীর লোকজন অভিযোগ করেন।
জানা যায়, শুক্রবার বিকেলে বাহুবলের মিরপুরে বেদে সম্প্রদায়ের লোকদের চেক বিতরণ অনুষ্ঠান ছিল। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি কেয়া চৌধুরী। আছরের নামাজের বিরতির সময় কেয়া চৌধুরী অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে বেদে পল্লী পরিদর্শনে যান। এ সময় ভাইস চেয়ারম্যান তারার গাড়ীর ড্রাইভার সন্দেহজনক ভঙ্গিতে মোবাইলে কেয়া চৌধুরী ভিডিও ধারণ করছিল। এক পর্যায়ে বিষয়টি আঁচ করতে পেরে কেয়া চৌধুরীর লোকজন ড্রাইভারের কাছ থেকে মোবাইলটি জব্দ করেন। এ সময় মোবাইলটি ফেরত নিতে তারা মিয়ার লোকজন হামলা করে। হামলায় কেয়া চৌধুরী আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে অনুষ্ঠানস্থলে নিয়ে যায়। পরে তিনি মঞ্চে উঠে ঘটনার প্রতিবাদে বক্তব্য দেন। বক্তব্য চলাচালে হঠাৎ করে তিনি সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।