জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার

45

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ৭ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আদালতের গ্রফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মাহমুদ হোসেনের ছেলে নুরুল ইসলাম, নারী নির্যাতন মামলার পলাতক আসামি দিরাই উপজেলার সুরিয়ারপাড় গ্রামের ইউসুফ আলীর ছেলে গয়াছ আলী এবং চাঁদাবাজি মামলার পলাতক আসামি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের কেনু মিয়ার ছেলে রবিউল ইসলাম, সিপন মিয়া, ছোরাব আলীর ছেলে মনু মিয়া, আফিজ আলীর ছেলে রুহেল মিয়া ও বশির মিয়ার ছেলে ধন মিয়া।
জানা গেছে, সোমবার দিন ব্যাপী জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, এসআই গোলাম মোস্তফা, এসআই কায়মুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এএসআই শাহিন চৌধুরী, মোশাহিদ আহমদ ও প্রণয় নাল এর নেতৃত্বে পুলিশের পৃথক দল পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে এসআই সাইফুল ইসলাম ও এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল সিলেট শহরের হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে গ্রেফতার করেন। এছাড়া দিরাই থানার নারী নির্যাতন মামলার আসামি গয়াছ আলীকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬ আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।