সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের এয়াপোর্ট বড়শালা ও মংলিপাড় গ্রামে ভারতীয় তীর খেলা (শিলংতীর) নামক জুয়া খেলা প্রতিরোধে এলাকাবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টা টায় স্থানীয় এয়াপোর্ট নতুন বাজার বাজার এলাকায় বড়শালা ও মংলিপার যুব সমাজ‘র যৌথ উদ্যোগেএক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম সিরাজ‘র সভাপতিত্বে গোলাম মাওলা রাজন‘র পরিচালনায় এসময় প্রতিবাদ সভায় উপস্থিত বক্তব্য রাখেন, জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মংলিপার জামে মসজিদ মোতাওয়াল্লী শফিকুর রহমান দুদু, বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি হাজী জুনেদ আহমদ, বড়শলা নতুন বাজার কমিটি সহ-সভাপতি পংকি মিয়া, মহানগর ছাত্রলীগ সিলেট সাবেক আইন বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান খান মুন্না, বড়শলা নতুন বাজার ব্যবসায়ী কমিটি সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, লায়েক আহমদ, কাওছার কামালী, আকতার হোসেন, রুপু আহমদ, সপন আহমদ, রাকিব হোসেন ,শাহ্ শামস সাদি, দুলাল আহমদ, শফিকুল ইসলাম জয়, মতিউর রহমান মুমিন ও প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিলং তীর নামীয় এই জুয়া খেলায় সর্বশান্ত হচ্ছে স্বল্প আয়ের মানুষ। দীর্ঘদিন যাবৎ একটি জুয়াড়ী চক্র ভারতীয় তীর নামীয় একটি নাম্বারের টোকান বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে উঠতি তরুন থেকে মাঝ বয়সী লোকের মেরুদন্ড ভেঙ্গে দিচ্ছে এই লটারী। জুয়াড়ী চক্রের সদস্যরা অত্র উপজেলার বাসিন্দা হওয়া সুবাদে ক্ষমতাধর ব্যক্তিদের সাথে যোগসাজশে রেখে তৎপরতা চালানোর কারণে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেও কোন প্রতিকার হয়নি। অপর দিকে ফলাফলের পর যখন পুরস্কৃত না হয়, তখন দিশেহারা হয়ে কেই কেউ বিভিন্ন অপরাদ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে বাধ্যে হচ্ছে। যার কারণে এলাকায় দেখা দিচ্ছে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে নানা অপরাধ প্রবণতা।
এমতাবস্থায় নিরিহ শান্তিকামী সাধারণ মানুষেরা শঙ্কিত হয়ে ভয় ভীতির মাধ্যেমে দিনাতিপাত করছে। এ সময় সভায় বক্তারা শিলং তীর নামীয় এই জুয়া খেলায়চক্র আজমল হোসেন, আকমল হোসেন ও মুসা নাম উল্লেখ করে বলেন পুলিশ তাদেরকে গ্রেফতার করে আইনে আওতায় আনার জন্য আহবান জানানো হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে শিলংতীর (ভারতীয় তীর) নামীয় এই জুয়া খেলা প্রতিরোধে কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে গঠিত নতুন কমিটি কর্মসূচি গ্রহণ করবে। বিজ্ঞপ্তি