সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সমবায় আন্দোলন আরো জোরদারের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনে সমবায়ের বিকল্প নেই। আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়ীদের ভূমিকা অনস্বীকার্য। সমবায়ের মাধ্যমে প্রতিটি এলাকায় ক্ষুদ্র বিনিয়োগ ও কুটির শিল্প গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। তিনি কয়েকটি সমিতি একত্রিত হয়ে এলাকা ভিত্তিক বিভিন্ন ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী পরবর্তী পৃথক পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” শীর্ষক আলোচনা সভায় যথাক্রমে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে পৃথক সভা দুটিতে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, মোগলা বাজার থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক, উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সেলিম আহমদ মেম্বার, সমবায়ি প্রদীপ কুমার দাস, সুজন উদ্দিন খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মেবায় কর্মকর্তা আব্দুল্লাহ মোঃ সাইদুর রহমান শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেব নাথ, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারন সম্পাদক ফারহান সাদিক, সমবায়ি বদরুজ্জামান প্রমুখ। পরে এমপি সমাজসেবা অধিদপ্তরের নগদ অর্থ হতদরিদ্র লোকদের মধ্যে বিতরণ করেন। বিজ্ঞপ্তি