এম এ সালাম
জ্ঞানী বলে, প্রেম বিলিয়ে দিবে-
নাবালিকার কাছে,
জ্ঞানের আলো অর্জন তোমার
সবই যে ছিল মিছে।
ওদের যে জ্ঞান নেই বন্ধু-
ওরা অবলা শিশু,
পুতুলের মত খেলবে ওরা
যেমন শিখাও কিছু।
ওদের কাছে প্রেম নিবেদন-
আসলে কি জ্ঞানের কাজ?
তোমার জ্ঞান অপাত্রে বিলানো
আসলে কি তোমার কাজ।
বুঝিয়া দেখ জ্ঞানী বন্ধুবর-
ইহা কি তোমার সাজে?
একদিন তোমায় সমাজ বলিবে
আসলেই তুমি বাজে।
অপাত্রে প্রেম নিবেদন করা-
আসলেই বোকামির কাজ,
বোকার স্বর্গে বাস করা কি?
জ্ঞানীর জ্ঞানের কাজ।
প্রভাষক হয়ে প্রেম বিলাচ্ছো-
বার বছরের মেয়ের সাথে,
এই কাজ কি বন্ধু তোমার দ্বারা
কোন ভাবে হতে পারে।
পরিণতিতে তুমি কি ঘটাইলা?
হনন অবলার জীবন,
স্বেচ্ছায় ইচ্ছায় বেছে নিয়েছো
তোমার জীবন মরণ।