হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে মাছ কেনা বেচা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশত লোক আহত হয়েছে। সংঘর্ষে আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে উভয়ক্ষের সম্মতিতে বিষয়টি সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের ছুরাব আলী এবং নবীন মিয়ার মাঝে মাছ কেনা বেচা নিয়ে বুধবার সকালে বাকবিতন্ডা হয়। এ নিয়ে তাদের মাঝে হামলা সংঘর্ষ হয়। তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাসসহ মুরব্বীরা বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সালিশের তারিখ ধার্য্য করেন। কিন্তু তা উপেক্ষা করে বৃহস্পতিবার ফের উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, উভয়পক্ষের সাথে কথা বলে আগামী মঙ্গলবার সালিশের উদ্যোগ নেয়া হয়েছে। উভয়পক্ষই অঙ্গিকার করেছে তারা আর সংঘর্ষে লিপ্ত হবেনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, মাছ কেনা বেচা নিয়ে তাদের মাঝে এ সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।