গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে পিয়াইন নদীর জাফলং চা বাগান সংলগ্ন এলাকা, নয়াবস্তি ও কান্দুবস্তি গ্রামে অভিযান চালিয়ে ১৭টি বোমা মেশিন হ্যামার দিয়ে ধ্বংস ও অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়েছে। একই সাথে প্রায় ২০-২৫টি বোমা মেশিনের সরঞ্জাম পে-লোডার মেশিন দিয়ে উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মো. খালেদুর রহমান, থানার এস আই মতিউর রহমানসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রায় ২০টির ও অধিক বোমা মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি জাফলংয়ের পরিবেশ রক্ষায় টাস্কফোর্সের অভিযানের পাশাপাশি এলাকার সচেতন মহলকে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।