ঠোঁট কাটা, তালু কাটা ও বার্ণ (পোড়া) রোগীদের ফ্রি চিকিৎসা দেবে রোটারী ক্লাব অব জালালাবাদ। আগামী পহেলা নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চতুর্থ বারের মতো সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন রোটারী ক্লাব অব জালালাবাদের নেতৃবৃন্দ। গতকাল বুধবার মানিক পীর রোডস্থ জালালাবাদ রোটারী হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়ক ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেন, রোটারী ক্লাব অব জালালাবাদ বিগত ৩২ বছর যাবত একটি পঙ্গ হাসপাতাল পরিচালনাসহ সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত তিন বছর ধরে তিন শ’ জন ঠোঁট কাটা, তালু কাটা ও বার্ণ (পোড়া) রোগীদের কোনো রকম নিবন্ধন ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ডা. এনজেল ক্যাপজির নেতৃত্বে আটজন বিদেশী চিকিৎসক, ছয়জন সেবিকা ও ছয়জন টেকনিশিয়ানসহ ২৩ জনের একটি দল সিলেটে আসবেন। আগামী পহেলা নভেম্বর সকাল ৮টা থেকে সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের বাছাই সম্পন্ন করা হবে এবং ২ নভেম্বর থেকে পর্যায়ক্রমে বাছাইকৃত রোগীদের অপারেশন করা হবে। রোগীদের তালিকাভুক্তির জন্য (০১৭২৭২৪০৬৫৯, ০১৭১১৩৮৯২৭৫, ০১৭১২৬৮৭৮০৭) যোগাযোগের জন্য রোটারী ক্লাব অব জালালাবাদের পক্ষে থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি