ইসলামী আন্দোলনে কর্মীদের প্রশিক্ষণের বিকল্প নেই — মাওলানা মনোওর আলী

67

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী বলেন, তালামীয কর্মীদেরকে দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হতে হবে। জ্ঞানার্জনের একটি অন্যতম মাধ্যম প্রশিক্ষণ। তিনি আর বলেন মানুষের মাঝে দ্বীনের সঠিক বার্তা পৌঁছাতে হলে দ্বীনের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞানার্জনের প্রয়োজন। ইসলামী আন্দোলনে কর্মীদের প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি (মঙ্গলবার) ২৪ অক্টোবর কামালবাজার ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা থানা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের দক্ষিণ সুরমা থানার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক রেদওয়ান রাজা ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় কর্মশালার প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা আলা ইসলাহ সহ প্রচার সম্পাদক মাওলানা খসরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ সভাপতি শেখ শফি উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সভাপতি শাহ হোসাইন মুহাম্মদ বাবু, দক্ষিণ সুরমা আল ইসলাহ সভাপতি মাওলানা ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন,সিলেট সরকারি কলেজের সভাপতি মাহবুর রহমান সাব্বির,ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন, আল মদিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা নজরুল ইসলাম, সিলেট সরকারি মাদরাসা অর্থ সম্পাদক কাওসার হামিদ সাজু, তেতলী আল ইসলাহ সভাপতি আব্দুল মছব্বির, প্রচার সম্পাদক রইস মিয়া। বিজ্ঞপ্তি