মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কবিতার কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে শনিবার বিকাল ৩ টায় অধ্যাপক হাবিবুর রহমান হলে বর্ণাঢ্য আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক মো: তারেক আনসারী এর তত্ত্বাবধানে, ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্বস্তিকা ভট্টাচার্য ও নুরুন নাহার ডেইজি এর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মানবিক ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।
এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান অনিক বিশ^াস।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাহের বিল্লাল খলিফা, বিশ^বিদ্যালয়ের পরিচালক (অর্থ) ও ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
অধ্যাপক নন্দলাল শর্মা, বাংলা সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি বস্ত সত্য এবং কাব্য সত্য এর মধ্যে পার্থক্য তুলে ধরেন।
প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক বলেন, কবিতা অনুভূতির বিষয়। কবিতার সুনির্দিষ্ট কোন সঙ্গায়ন করা যায় না। সংজ্ঞা দিয়ে কোন কবিতা বিচার করা যায় না। সাহিত্য চর্চায় মনোনিবেশ করা প্রয়োজন, তিনি যোগ করেন। বিজ্ঞপ্তি