প্রশ্ন

27

বি.এম. পারভেজ রানা

আমি কি হতে পারব এক বাঁধন হারা কবি???
নাকি এঁকে যাব শুধুই পৃষ্ঠপোষকতার ছবি???
নাকি হব কোনো গদ্যের অভাবনীয় লেখক???
নাকি রয়ে যাব সেই কালজয়ী লেখার কথক???
কে আমি??? কি হব আমি???
কি হবে আমার ভবিষৎবাণী???
আমি কি হতে পারব সুকুমার???
হতে পারব কি উমরের মত উদার???
নাকি রয়ে যাব এই অগোচরে???
তপ্ত শিখায় উত্তপ্ত বালুর পরে
হায় ভুমি, তুমি কি এতটুকুই করিবে মোরে দান???
এতুটুকু করিবেনা মোরে সম্মান???
হায় তাহলে কেন এ বৃথা তেষ্টা
নিজেকে নিজে তুলে ধরার চেষ্টা
করলাম না আর, মানলাম না তোমার বাণী
হও তুমি ভূমির মহারানী
আমার কি লাভ তাতে???
পড়িবে কি ভাত দুমুঠো আমার পাতে???