নবীগঞ্জ শহরে মাইক হাতে ইউএনও’র সচেতনতা প্রচারণা

9

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলা-বাসীকে করোনা সতর্কবার্তা দিয়ে মাইক হাতে নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। প্রতিদিন বিকেল ৪ টার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফার্মেসী ব্যতীত সব ধরণের দোকান পাট বন্ধ রাখার ঘোষণা প্রচারণায় নামেন তিনি। জরুরী প্রয়োজনে ব্যতীত কাউকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলে মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে হবে। মুখে মাস্ক বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কাউকে বাহিরে পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার বেলা ১২ টায় নবীগঞ্জ শহরে মাইক হাতে উপজেলা-বাসীকে সতর্ক করতে প্রচার অভিযানে নামে প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল, মুদি, কাপড়, হোটেল দোকান মালিকসহ প্রায় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা বিভিন্ন আইনের ধারায় ১০টি মামলা দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইন-চার্জ মোঃ আজিজুর রহমান, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, জেলা পরিষদের সদস্য আঃ মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগির মিয়াসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ।
এ ব্যাপারে ইউএনও বিশ্বজিৎ কুমার পাল বলেন, করোনা ভাইরাস একটি মহামারী আকার ধারণ করেছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, মুখে মাস্ক,এসব নির্দেশনা মানতে হবে। তিনি আরও বলেন, জনগণকে সতর্ক করতে আমাদের প্রচার অভিযান অব্যাহত থাকবে এবং যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।