ইউকেবিসিসিআই এর প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বারের মতবিনিময় ॥ নতুন প্রজন্মের প্রবাসীদের দেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে একত্রে কাজ করার আহবান

47
সিলেট চেম্বার এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান ও প্রতিনিধি দলের প্রধান ইকবাল আহমেদ।

গত ২০ জুন বৃহস্পতিবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে যুক্তরাজ্য থেকে আগত ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) এর ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।
সভায় ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ও প্রতিনিধিদলের প্রধান ইকবাল আহমদ বলেন, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের একটি বাণিজ্য সংগঠন, যেটি বাঙালি কমিউনিটির মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিকাশ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে থাকে। সিলেট চেম্বার অব কমার্সের সাথে ইউকেবিসিসিআই এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইতোপূর্বেও আমরা একাধিক মতবিনিময় সভায় মিলিত হয়েছি এবং দুই দেশের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধকরণে কাজ করেছি। তিনি সিলেট চেম্বার অব কমার্সের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার পাশপাশি প্রবাসী বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগে উদ্বুদ্ধকরণে সিলেট চেম্বারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বৃটেনে গড়ে উঠা বাঙালিদের নতুন প্রজন্মকে দেশে বিনিয়োগে উদ্বুদ্ধকরণে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মতবিনিময় সভা আয়োজনের জন্য সিলেট চেম্বারের প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় প্রতিনিধিদলের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই এর প্রেসিডেন্ট বজলুর রশীদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, বারাকা গ্রুপের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী, নুরজাহান হসপিটালের চেয়ারম্যান ডা: নাসিম আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইকবাল সিদ্দিকী ও চ্যানেল এস’র মঈন উদ্দিন মঞ্জু।
সভায় উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের সদস্য ব্যরিস্টার আনোয়ার বাবর মিয়া, আব্দুল কাইয়ুম খালিক (জামাল), অলি খান, কামরু আলী, সানাম মিয়া (আতিক), মো: আব্দুল লতিফ (কাওছার), করিম মিয়া (শামীম), রহেমা মিয়া, মিস রুকি খানুম, তারিক আলী, রফিক হায়দার, এম কে জামান (জুয়েল), মোহাম্মদ আকতারুজ্জামান, রোজভিউ হোটেলের চেয়ারম্যান আহাদ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রাজুর রহমান, মোঃ শানুর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি