বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব মরহুম হাজী তুরন মিয়া ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা হাজী আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সিলেট পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান যুক্তরাষ্ট্র তাজমহল রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের কর্ণধার প্রবীন রাজনীতিবিদ ফখরুল ইসলাম খান।
তিনি এক শোক বার্তায় বলেন, মুক্তিযোদ্ধা হাজী তুরন মিয়া ও ব্যবসায়ী হাজী আব্দুল মতিনের শূণ্যতা পুরণ হবার মতো নয়। স্বাধীনতা যুদ্ধে তুরন মিয়ার অবদান জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, তুরন মিয়া ও আব্দুল মতিন সিলেট সদরের মানুষের সুখে দুঃখে সবসময়ই পাশে ছিলেন। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তাদের অবদান অনস্বীকার্য। তিনি তাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সমাজ হিতৈষী এডভোকেট মুজিবুর রহমান আশু রোগ মুক্তি কামনা করেন ফখরুল ইসলাম খান। তিনি বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী সৈনিক মুজিবুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। বিজ্ঞপ্তি