সিলেটে প্রথমবারের মতো রোটারী আন্দোলনে সর্বোচ্চ পদক প্রাপ্তদের নিয়ে ইন্সপিরেশন নাইট উদযাপিত হয়েছে। রোটারী ডিষ্ট্রিক্ট অ্যাওয়ার্ড পদক বিতরণ অনুষ্ঠানে রোটারিয়ান পি.পি সিদ্দিকুর রহমান এই ঘোষণা করেন। রোটারী ডিষ্ট্রিক্ট-এ সর্বোচ্চ অ্যাওয়ার্ড সেই ক্লাবকে উৎসাহ দেয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা ও গোল্ড মেডেল প্রদান করা হয়। রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ আয়োজিত ডিস্ট্রিক্ট এওয়ার্ড ফেস্টিবেলে রোটারী ক্লাব অব সিলেট মেট্রোপলিটন দুটি রানিং শিলসহ ৩১টি পুরস্কার অর্জন করে এবং পশাপাশি ডিস্ট্রিক্টে প্রথমস্থান অর্জনসহ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী সুপার স্টার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে অনুযায়ী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গত শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ইন্সপ্রিশন নাইটকালে প্রধান অতিথির বক্তব্যে পিডিজি রোটারিয়ান ডা. মনজুরুল হক চৌধুরী বলেন, রোটারিয়ানরা নতুন কিছু করার স্বপ্ন দেখায়। তাদের নিরলস প্রচেষ্টা সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদেরকে বাঁচার প্রেরণায় উজ্জ্বীবিত করে। রোটারিয়ানদের কে সব সময় নিজের স্বার্থ ত্যাগ করে সমাজের অসহায় মানুষদের প্রতি হাত বাড়িয়ে দিতে হবে। এ সময় তিনি দুই ক্লাবের অ্যাওয়ার্ড প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে সবার দৃষ্টি আর্কষণ করে বলেন, হিংসা জিনিস ভালো না। তারা যেন সব সয়ম ভালো কিছু করতে পারে। রোটারী ক্লাব অব সিলেট মেট্রোপলিটন-কে প্রদত্ত রোটারিয়ান পিপি সিদ্দুকুর রহমান পিএইচ এর উদ্যোগে ইন্সপ্রিশন নাইট কালে বক্তব্যে তিনি এ কথা বলেন। রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইপিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডিজিএন লে. কর্ণেল (অব:) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম-এর চেয়ারম্যান রোটারিয়ান পিপি সিরাজুল ইসলাম ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট মেট্রোপলিটন-এর ২০১৬-১৭ প্রেসিডেন্ট রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী, রোটারী ক্লাব অব চিটাগাং ইষ্ট এর ২০১৬-১৭ প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর রোটারিয়ান পিপি ফারুক আহমদ, রোটারিয়ান পিপি নজির আহমদ আজাদ, রোটারিয়ান পিপি নুরুল হক সোহেল, রোটারিয়ান পিপি মোহাম্মাদ কবির উদ্দিন, রোটারিয়ান পিপি কাজী হেলাল, রোটারিয়ান পিপি আজিজুর রহমান, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তৌফিক বক্স লিপন, রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান আবু সুফিয়ান, রোটারিয়ান আহসান আহমদ খান, রোটারিয়ান সাইফুর রহমান, রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান সুহাদ রব চৌধুরী, রোটারিয়ান আব্দুল বাছিত, রোটারিয়ান ইলিয়াছুর রহমান, রোটারিয়ান রেজাউল করিম, রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান তানভীর বক্স, রোটারিয়ান রাসেল মাহবুব, রোটারিয়ান এডভোকেট আজিম উদ্দিন, রোটারিয়ান বাহারুল ইসলাম রিপন, রোটারিয়ান আবুল হোসাইন, রোটারিয়ান সানজিদা সাদিয়া সামাদ, রোটারিয়ান আব্দুল জলিল খান, রোটারিয়ান জাফর তাইয়ার, রোটারিয়ান ফয়সল হোসাইন, রোটারিয়ান তাজ উদ্দিন খান আলম, রোটারিয়ান এনাম আহমদ, রোটারিয়ান আহমদ ইয়াহইয়া সাদী, রোটারিয়ান মির্জা বেলাল আহমদ, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারিয়ান আসমা বেগম প্রমুখ। ইন্সপ্রিশন নাইট অনুষ্ঠানে রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি জিয়াউল হক। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের রোটারী সেন্ট্রালসহ ডিস্ট্রিক্ট ৩২৮২-এর বিভিন্ন ক্লাবের তেৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান তাজুল ইসলাম হাসান। বিজ্ঞপ্তি