হৃদয়ে ৭১ এর ৮৬তম পাঠচক্র মহানগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত শুক্রবার ৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহীম আহমদ জেসির পরিচালনায় পাঠচক্রে পাঠ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মহানগর শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য শাহিদুর রহমান বাবলু। এতে প্রধান আলোচক হিসেবে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, দেশপ্রেমে প্রগতিশীল সকলকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে বিশে^র বুকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। তাই নেতিবাচক ভূমিকা থেকে বেরিয়ে এসে দেশের তৃণমূলে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাওয়ার জন্য আহবান জানান।
পাঠচক্রে উজ্জল ধর রচিত বালাগঞ্জের মুক্তিযুদ্ধ বিষয়ক বই থেকে তথ্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশিষ্ট সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ফাবী, মহানগর শাখার আইন সম্পাদক ছাব্বির আহমদ, আদিল ইসলাম, আব্দুর রহমান, মোহাম্মদ তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, আকিল ইসলাম, মিজানুর রহমান মুন্না, আজমল হুসেন, ফাহিমুল ইসলাম। এছাড়াও পাঠচক্রে স্বরচিত কবিতা পাঠ করেন নাজমুল ইসলাম নাইম। বিজ্ঞপ্তি