টাঙ্গাইল জেলা সমিতি, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা ॥ দেশের কল্যাণে দূত হিসেবে কাজ করতে হবে

101

টাঙ্গাইল জেলা বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা। জ্ঞানে-গুণে, শিক্ষা-দীক্ষায়, সাহিত্য-সংস্কৃতি কোনো ক্ষেত্রেই DSC_0372 copyটাঙ্গাইল পিছিয়ে নেই। দেশ ও জাতির কল্যাণে সিলেটে অবস্থানরত টাঙ্গাইলের সকল পেশাজীবীর মানুষদের নিজেদের সম্মান এবং ঐতিহ্য বজায় রাখার জন্য দূত হিসেবে ভূমিকা পালন করতে হবে।
সিলেটে অবস্থানরত টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা ২০১৭ এবং নতুন কার্যকরী কমিটি গঠনের উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।
টাঙ্গাইল জেলা সমিতি, সিলেট-এর আহবায়ক কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে গতকাল শুক্রবার নগরীর লামাবাজারস্থ একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ড. মাহমুদুল ইসলাম নজরুল, আব্দুল হাই সামিনী, ইয়াসিন ইকরাম, এস এম আবু সাঈদ, রতন মন্ডল, শাহ আলম (বাদল)। সভায় সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম ভূইয়া সংগঠনের দুই বছরের প্রস্তাবিত কমিটির তালিকা পেশ করেন। এতে টাঙ্গাইল জেলা সমিতি, সিলেট-এর আহবায়ক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং সদস্যসচিব আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে  ২৭ সদস্যবিশিষ্ট কার্যপরিষদ গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্বপালন করবেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মো. ইয়াসিন ইকরাম, মো. আকবর হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আব্দুল লতিফ খান, ড. মো. আতিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. সোলায়মান খান মিল্টন, সমাজকল্যাণ সম্পাদক মানিক চন্দ্র সাহা, সাহিত্য সম্পাদক আকরামুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুবেল, মহিলা সম্পাদক নাজমা আক্তার, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. নাজমুল হাসান নীপু, ধর্মবিষয়ক সম্পাদক মো. রুহল আমীন, কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন মো. আজিজুল হক, মো. মোস্তফা জামান খান, মো. আবুল হাসান লিটন, শহীদুল ইসলাম, আজাদ কামাল, মেহেদী হাসান, বাদল হোসাইন, অপূর্ব বারই প্রমুখ। বিজ্ঞপ্তি