গোলাপগঞ্জে ২০১৮ সাল শুরু হয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু দিয়ে, শেষ হয় জাতীয় নির্বাচনের আনন্দে

43

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে ২০১৮ সাল শুরু হয় প্রিয়াংকা রানী দেব (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু দিয়ে। শেষ হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের আনন্দে। ওই গৃহবধূ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের অরুণ দেব নাথের ছেলে দোবাই প্রবাসী টিটন কুমার দেব (৩৫) এর স্ত্রী ও বিশ্বনাথ থানার সদর ইউপির জানাইয়া গ্রামের দিলিপ কুমার দেবের মেয়ে।
২০১৮ সালের ২ জানুয়ারী ওই গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
৩ জানুয়ারী : সুজেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা কীটনাশক পান করে আত্মহত্যা করেন। ঐ বৃদ্ধা উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় গ্রামের আলাউদ্দিন মিয়ার স্ত্রী ছিলেন। এ ঘটনায় পুলিশ জানিয়েছিল ওই বৃদ্ধা মহিলা ঔষধ মনে করে ভুলে কীটনাশক পান করলে তার মৃত্যু ঘটে।
১৪ জানুয়ারী : আব্দুল খালিক (৩০) নামে এক মাদকসেবী রিক্সা চালক আত্মহত্যা করে। সে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর ঘোড়ামারা গ্রামের মৃত সিকন্দর আলী উরফে চিকই আলীর ছেলে।
৯ ফেব্র“য়ারী : মুন্নি বেগম (১৯) নামে এক তরুণী রহস্যজনক কারণে আত্মহত্যা করে। সে উপজেলার উত্তর বাদেপাশা ইউপির আমকোনা মোকামবাড়ীর আখলাছ আলীর ছোট কন্যা ছিল। বাদেপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তরিকুল ইসলাম মুন্নির লাশ উদ্ধার করেন।
১৩ মার্চ : বজ্রপাতের শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে কুটু চান (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। নিহত কুটু চান উপজেলার বুধবারীবাজার ইউপির বহরগ্রাম উত্তরবাড়ীর আহমদ আলীর পুত্র ছিলেন।
৭ এপ্রিল : কনিকা রানি মালাকার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যা করে। সে উপজেলার ফুলবাড়ী ইউপির হেতিমগঞ্জ মোল্লাপাড়া গ্রামের মৃত মনোচঞ্জন মালাকারের ছেলে রাজু মালাকারের স্ত্রী। ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল ফারুক মিয়ার কলোনির বাসিন্দা।
২৯ এপ্রিল : গোলাপগঞ্জে আফজাল হোসেন (২৩) নামে এক সিএনজি অটোরিক্সা চালকের আত্মহনন। সে উপজেলার শরিফগঞ্জ ইউপির লামা মেহেরপুর গ্রামের মৃত ছমর আলীর ছেলে।
২ জুন : সাগর আহমদ (১২) নামে এক স্কুল শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটে। সে উপজেলার আমুড়া ইউপির শিলঘাট গ্রামের মনাই মিয়ার পুত্র।
১০ জুন : পানিতে ডুবে মাইশা বেগম (২) ও দেড় বছর বয়সের আনিশা বেগম মরিয়ম নামে দুই’বোনের মৃত্যু হয়। মাইশা মরিয়মের আপন চাচাতো বোন ছিল। ঘটনাটি ঘটে উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামে। শিশু মাইশা রাজমিস্ত্রি ফরিদ উদ্দিনের প্রথম কন্যা এবং মরিয়ম দিনমজুর শিবলুর ২য় কন্যা।
১৭ জুলাই : নানার বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে তাজিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। ঘটনাটি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে ঘটে। নিহত তাজিমের বাড়ী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা এলাকায়।
২৬ জুলাই : আবু বক্কর সিদ্দিক এহিয়া (২০) নামে এক বিদ্যুৎ মেকানিক আত্মহত্যা করে। সে উপজেলার বাঘা ইউপির রস্তমপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র। নিহত বিদ্যুৎ মেকানিকের বাবা ২য় বিয়ে করার জন্য নিহতের পিতা সাইফুল ইসলাম প্রথম স্ত্রী ও ছেলে মেয়েকে বাড়ী থেকে তাড়িয়ে দেন। এর পর থেকে এহিয়া তার মা-বোনকে নিয়ে নানার বাড়ীতে আশ্রয় নেয়। নানার বাড়ীতেই আত্মহত্যা করে।
১২ নভেম্বর : রাশেদা আক্তার মার্জনা (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক কারণে আত্মহত্যা করে। ওই কলেজ শিক্ষার্থী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপির নিজাম উদ্দিনের মেয়ে ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিল।
বিশেষ করে ১৮ মার্চের ঘটনাটি গোলাপগঞ্জসহ বিশ^বাসীকে কাঁদিয়েছে।
১৮ মার্চ : গভীর রাতে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন লেগে একই পরিবারের দুই’জনসহ পাঁচজন নিহত হন। ২০ মার্চ আহত দুইজনের মধ্যে একজনের মৃত্যু ঘটে। উপজেলার লক্ষণাবন্দ ইউপির ক্লাববাজার টিলা বাড়ী এলাকায় লয়লু মিয়ার কলোনীতে হালকা বৃষ্টি চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন পুড়ে ছাঁই হওয়া ৫জনের মৃতদেহ উদ্ধার করে। ওই পাঁচ লাশের মধ্যে শিশুও ছিল।
৩০ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আ’লীগের (নৌকা) প্রতীকের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৪র্থ বারের মত বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।