বৃহস্পতিবার বাদ জোহর শাহজালাল (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে তৃণমূল নেতৃবৃন্দের সমন্বয়ে সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী হাফিজ মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, পর্যটন নগরী খ্যাত আধ্যাত্মিক রাজধানী সিলেট আজ রাস্তার তুলনায় সীমাতিরোক্ত যানজট নগরবাসীর নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন যানজটে অতিষ্ঠ নগরবাসী, রাস্তাঘাটের বেহাল দশা নিরসন সময়ের দাবী। ব্যবসায়ী, পথচারী, সাধারণ মানুষ যানজটের কবলে দিশেহারা হয়ে পড়েছে। শহর ও শহরতলীর বিভিন্ন রাস্তাঘাট জীর্ণশীর্ণ অবস্থা ধারণ করছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিছুদিন হকার মুক্ত নগর থাকলেও এখন আবার হকাররা ফুটপাত তাদের দখলে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আহবান জানিয়ে তিনি আরো বলেন, কাল বিলম্ব না করে অতিরিক্ত যানজট নিরসন রাস্তাঘাট সংস্কার ও ফুটপাত দখল মুক্ত করে হকারদের পুনর্বাসন করার জোর দাবী জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মোস্তফা আহমদ আজাদ, সহ-সেক্রেটারী মাওলানা আরিফুল হক ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আক্তার হোসেন, মাওলানা আনোয়ারুল হক, হাফিজ আব্দুল হাই আজাদ, মাওলানা হাছান আলী, হাফিজ মাওলানা জুনাইদ আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা ময়নুল ইসলাম, মাষ্টার ওমর ফারুক, মো: মোয়াজ্জম হোসাইন, মো: ইউসুফ আহমদ, মো: সাজ্জাদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি