রমজান আলী রনি
হিমেল হাওয়ায় খোকার ঘুড়ি
পতপতিয়ে উড়ে
গগনমাঝে পাখির পিঠে
খোকার ঘুড়ি চড়ে।
পাখির দলে মিষ্টি হাসে
নতুন সাথী পেয়ে
ঘুড়ির সাথে দক্ষিণা গান
সবাই যায় যে গেয়ে।
পাখি বলে খোকার হাতে
নাটাই সুতার কাঠই
আমরা যাবো খোকার দলে
হবো খোকার পাঠই।
খোকার ঘুড়ি দেখবি যদি
পাখির পিঠে খোঁজ
জোয়ান-বুড়ো সকল-তোরা
চোখের পাতা বোজ।