দোয়ারাবাজারে ১০ মিনিটে ১০ হাজার তাল বীজ রোপণ

38

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০ মিনিটে ১০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়নের প্রধান প্রধান সড়কে তাল বীজ রোপণ উপলক্ষে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আমীরুল হকের সভাপতিত্বে ও নুরুল হুদার সঞ্চালনায় এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ^াস, আব্দুল মজিদ বীরপ্রতীক, আব্দুল হালিম বীরপ্রতীক, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চামতলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হক, ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, ইউপি সদস্য মোহাম্মদ আলী, শরীফ উল্লাহ, আবুল হোসেন, আব্দুল হাই, সোহেল আহমদ মিন্টু, সালেহা বেগম, ইয়ারুন নেছা, ছিদ্দিক আলম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা বজলুল মামুন প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বজ্রপাত হতে সুরক্ষার জন্য দুর্যোগ কবলিত এলাকায় বেশী করে তালগাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় প্রথম লক্ষ্মীপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় তাল বৃক্ষ বীজ রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধক তাল গাছ বীজ রোপণ করা সময়পযোগী কর্মসূচি। পর্যায়ক্রমে দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেশী করে তাল গাছ রোপণ করা হবে।