স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ থেকে এক ভুয়া র্যাবকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে। ভূয়া গ্রেফতারকৃত র্যাব শেখ কামাল হোসাইন (৪২)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমতলা গ্রামের মৃত আনোয়ার মিয়ার পুত্র।
র্যাব-৯ জানায়, রবিবার বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ভূয়া র্যাব শেখ কামাল হোসাইনকে গ্রেফতার করে। এ সময় ফ্রেমে বাধা ইকরা র্যাবের ছবি ৩টি, র্যাব ইউনিফর্ম ১ সেট, মোবাইল ১টি, সীমকার্ড ১টি, হাত ঘড়ি ১টি, চশমা ১টি, ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। ধৃত প্রতারক বিভিন্ন এলাকায় র্যাবের অফিসার পরিচয়ি দয়ে বিভিন্ন মহল হতে টাকা আত্মসাৎসহ বিভিন্ন রকম দীর্ঘদিন থেকে প্রতারনা করে আসছিলো।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে পেনাল কোড আইন; ১৮৬০ এর ১৭০/৪০৬/৫০৬ ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানিয়েছেন।