রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগের প্রস্তাব

28

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী IMG_4824বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘের অধিবেশনে প্রস্তাব রাখার পর, কিছুটা হলেও মিয়ানমার সরকার নমনীয় হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বহি:র্বিশে^র কাছে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ফলে বহির্বিশ্বে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ¦ল হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সম্প্রতি বন্যায় দেশের ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার ভিজিডি, ভিজিএফ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। ফলে দেশের ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন তত দিন দেশের মানুষ উপকৃত হবেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ’র ৩০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল আলী বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন সহ ই্উনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি