দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর লিয়াকতগঞ্জ-বাংলাবাজার খেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লিয়াকতগঞ্জ বাজারের নাইওর মার্কেটে মোস্তফা কামাল মোহরির সভাপতিত্বে ও আব্দুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হারুন অর রশীদ, আবুল হোসেন, হাফেজ আব্দুছ সাত্তার, আবুল কাশেম, শফিকুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা সামছ উদ্দিন প্রমুখ।
এ সময় জনসভায় বক্তারা খাসিয়মারা নদীর লিয়াকতগঞ্জ খেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবী দীর্ঘদিনের। ১৯৮৪ সালে তৎকালীন খাদ্যমন্ত্রী প্রয়াত মেজর অব. ইকবাল হোসেন চৌধুরী ও বাবু সুরঞ্জিত সেন গুপ্ত এই বাজারে এক জনসভায় প্রতিশ্র“তি দিয়েছিলেন এখানে ব্রীজ নির্মাণ করা হবে। এ নিয়ে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জাতীয় সংসদে ব্রীজ নির্মাণের দাবী উত্তাপন করলে এই নদীতে ব্রীজ নির্মাণ মঞ্জুর হয়। কিন্ত জনগণের দাবি উপেক্ষা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমীরুল হক সম্প্রতি অন্যস্থানে ব্রীজ নির্মাণের জন্য একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। যা লক্ষ্মীপুর ইউনিয়নের ২২টি গ্রামের জনসাধারণ বৃহৎ স্বার্থ উপেক্ষিত হবে এবং জনদুর্ভোগ রয়ে যাবে। জনসভা হতে অবিলম্বে এই স্থানে ব্রীজ নির্মাণের দাবী জানানো হয়। না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ডাক দেবে লক্ষ্মীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। প্রয়োজনে সংগ্রাম কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হবে।