বড়লেখায় ২ সহোদয়ের মর্মান্তিক মৃত্যু

30

মো . রুয়েল কামাল, বড়লেখা থেকে :
Barlekha 2 Dead Bodyবড়লেখায় মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে শৌচাগারে পড়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির কাশেমনগর গ্রামে। স্থানীয় ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টা চালিয়ে নিহত ২ ভাই নাবিল (২২) ও বাদলের (১৭) লাশ উদ্ধার করেছে। তারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
শুক্রবার বাদ জুম্মা কাশেমনগর মাদ্রাসা মাঠে জানাযা শেষে সার্বজনিন গোরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির ১০ নং কাশেমনগর গ্রামের বাচ্চু মিয়ার ছোট ছেলে অটোরিকশা চালক (সিএনজি) আকিব উদ্দিনের (২০) একটি মোবাইল ফোন বৃহস্পতিবার বেলা দুইটায় বাড়ির কাচা ল্যাট্রিনে পড়ে যায়। ছোটভাই বাদল মিয়া (১৭) সেটি খুঁজতে গিয়ে টয়লেটে পড়ে যায়। বড় ভাই নাবিল আহমদ (২২) থাকে বাঁচাতে গিয়ে সেও টয়লেটের গভীর গর্তে পড়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার দমকল বাহিনী নিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় ল্যাট্রিন থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন।
বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর জানান, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শুক্রবার ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।