বুধবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত বিষয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসা প্রতিষ্ঠান সমূহে প্রতিবছর ৩৫% বা তার অধিকহারে ভ্যাট বৃদ্ধির জন্য ভ্যাট বিভাগের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। বর্তমানে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, দোকান ভাড়ার উপর ভ্যাট, হোল্ডিং ট্যাক্স, কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যবসার মুনাফা অনেক কমে গেছে এবং ব্যবসায়ীদের ব্যাংক ঋণের বোঝা বাড়ছে। এমতাবস্থায় লাভ তো দূরের কথা কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে বলে তারা জানান। সভায় ব্যবসায়ীগণ প্যাকেজ ভ্যাট চালু রাখা, ভ্যাট প্রদান খাতকে চারটি ভাগে ভাগ করা যেমন- পাইকারী পর্যায়, খুচরা পর্যায়, মেট্রো এবং মেট্রোর বাহির এলাকা, প্রতি জুন মাসে ভ্যাট ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা, ভ্যাট-ট্যাক্স প্রদানের ক্ষেত্রে কোন সমস্যা উদ্ভুত হলে ব্যবসায়ীদেরকে অহেতুক হয়রানী না করে সিলেট চেম্বার অব কমার্সের মাধ্যমে তা সমাধান করা ইত্যাদি প্রস্তাব তুলে ধরেন
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, এহতেশামুল হক চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান জামিল, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, প্রাক্তন পরিচালক আলহাজ্ব আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তফাজ্জুল হোসেন, জুবায়ের আহমদ, মোঃ মজনু মিয়া, সালাউদ্দিন বাবলু, মোঃ নুরুল আলম, নুরুজ্জামান টিপু, মির্জা এম বেলাল আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি