জিল্লুর রহমান পাটোয়ারী
খোকার ঘুড়ি ঐ উড়ছে,
নীল আকাশের গায় –
দুলছে দোলা করছে খেলা,
বিকেল বেলার বায়।
হলদে রঙের ঘুড়ি খোকার,
রঙিন সুতায় বাঁধা –
নাটাই টা তার দেখতে ভালো,
রঙ দিয়েছে সাদা।
উড়ছে ঘুড়ি আকাশে ঐ
বাতাসে তার খেলা –
আনন্দ তাই খোকার মনে,
ঘুড়ির সাথে খেলবে সারাবেলা।
ঘুড়ি নিয়ে খেলছে খোকা,
ছুটির দিনে মাঠে –
সব শিশুরা মিলছে সেথায়,
আনন্দে দিন কাটে।