গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বর্তমান সরকার কর্তৃক ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ (বজ্রপাত) মোকাবেলায় গোয়াইনঘাটের হাওর অঞ্চলে তাল গাছের বীজ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় গোয়াইনঘাট কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নয়াখেলে গুচ্চগ্রাম রাস্তায় প্রায় ৫শত তালগাছের বীজ রোপণ করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মর্কতা আনিছুজ্জামান’র পারচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালাক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ মোঃ আবুল হাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক মোঃ আবুল হাসেম, অতিরিক্ত পরিচালক সিলেট অঞ্চল কৃষিবিদ আলতাবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব’র সভাপতি এমএ মতিন, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মর্কতা ফারুক হোসেন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মর্কতা আব্দুল মালেক, বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মর্কতা পরেশ চন্দ্র দাশ, ফেন্সুগঞ্চ উপজেলা কৃষি কর্মর্কতা চন্দন কুমার মহাপার্থ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন চন্দ্র রায়, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি নজরুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ (বজ্রপাত) মোকাবেলায় প্রধানমন্ত্রী’র নির্দেশে সারা দেশের ন্যায় গোয়াইনঘাটের হাওর অঞ্চলে তাল গাছের বীজ রোপণ কর্মসূচী শুরু করেছি। এসব তালগাছের বীজ গুলো আগামী ১০ বছরের মধ্যে পরিপক্ক তালগাছ হয়ে উঠবে। এতে করে গোয়াইনঘাটে একদিকে জেমন বজ্রপাত মোকাবেলা করবে অন্যদিকে আর্থিক সফলতাও আসবে।