রেবতী রমণ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণের অন্তর্ভুক্ত করায় আনন্দ র‌্যালী

62

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারস্থ রেবতী রমণ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণে তালিকাভুক্তি করায় বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শনিবার সকালে বিদ্যালয় থেকে শোভাযাত্রার র‌্যালী বের হয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পূর্বে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ চুনু মিয়ার সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্তের পরিচালনায় শুরুতে বিদ্যালয়ের সামগ্রীক বিষয় নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কান্তি দাস তালুকদার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু মিয়া, সাবেক সদস্য নামর আলী, সাবেক শিক্ষক তপন কুমার ভট্টাচার্য, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী বাবুল মিয়া, সাইস্তা মিয়া, হাজী দুদু মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, স্কুল পরিচালনা কমিটির সদস্য নিমার আলী, সমস উদ্দিন, মাসুক মিয়া, জায়েদ হোসেন, আব্দুল খালিক তুতি, সাবেক সদস্য সিরাজুল ইসলাম এরশাদ ও নানু মিয়া, মতিউর রহমান মতছির, আব্দুল জব্বার, মোগলাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য হারুনুর রশিদ হিরন, প্রাক্তন ছাত্র এডভোকেট ফরহাদ আহমদ, সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন শিহাব, প্রাক্তন ছাত্র নন্দন চন্দ্র পাল, নুরুল ইসলাম, বেলাল আহমদ, আলী আহসান, আল-আমীন, আরিয়ান, মঈন উদ্দিন, আল-আমীন মুছা, সুমন আহমদ, আমিনুল ইসলাম, হেলাল আহমদ, রাজন ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার মধ্যে এ.কে.এম. সারয়ারুজ্জামান, শেলি সাহা, রিপন কুমার পাল, বিশ^নাথ তালুকদার, শাবনাম সুমি, বায়েজিদ শাহ, মো: ফয়সল আহমদ, তপন কুমার বড়াল, নিশি কান্ত দাস, মহিবুল ইসলাম, রুকশানা আক্তার, অজিত চন্দ্র দাস, সাবিয়া খানম রুবা, ওলিউর রহমান, মাজেদা বেগম, নমিতা পাল। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ছাদিয়া, সৌমিত্র, রাব্বী ও হালিমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি