ওসমানীনগর থেকে সংবাদদাতা :
গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করণের লক্ষ্যে বালাগঞ্জে ইউপি সদস্যদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন হয়েছে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও সরকারের আর্থিক সহযোগিতায় এবং বাস্তবায়নে লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় তিন ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ১ম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের আবদাল মিয়া, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল, বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, প্রশিক্ষক হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলাউদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী শাহিদা সুলতানা, উপজেলা সমন্বয়কারী মাহাবুবুল আলম। এছাড়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসের সিএ আবুল কালাম আজাদ প্রমুখ।