জুনেদ চৌধুরী ক্লাবের সুখে-দুঃখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন —–কাউন্সিলর শাহানারা বেগম

43

ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সিলেট বিভাগ এর সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরীর অকাল মৃত্যুর শোক সভায় সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম বলেছেন, ক্লাবের ও সমাজের সুখে-দুঃখে জুনেদ আহমদ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। মরহুম চৌধুরী একজন প্রতিষ্ঠিত সৎ ব্যবসায়ী নেতা ও তরুণ সমাজ সংগঠক ছিলেন। সে জন্য তার অকাল মৃত্যুতে সিলেটবাসী একজন তরুণ সমাজকর্মীকে হারালো।
ক্লাব সভাপতি নাহিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে শনিবার সন্ধ্যা ৬ টায় নগরীর কাজীটুলা উচা সড়কের বেসিক বেইজ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সভায় কার্যকরী কমিটির সদস্য রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় শোক সভায় কাউন্সিলর শাহানারা বেগম প্রধান অতিথির বক্তব্য রাখেন। শোক সভা পূর্বে মরহুম জুনেদ আহমদ চৌধুরীর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কাজীটুলা উচা সড়ক জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব ঢাকা বিভাগীয় সহ-সভাপতি সোহেল আহমদ, সিলেট বিভাগীয় সহ-সভাপতি সৈয়দ ছদরুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর ইসলাম নিপুন, শেখ খলিলুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ সিহাব উদ্দিন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক তানুন খান। বিজ্ঞপ্তি