স্টাফ রিপোর্টার :
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার রাত ১১টায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নাইওরপুলস্থ পুলিশের সদর দপ্তর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রোকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), ফয়সল মাহমুুদ, বাসুদেব বণিক, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, এনএসআই, সিলেটের সহকারী পরিচালক সাইদুল আলম মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের উপ-পরিচালক এ.বি.এম ফেরদৌস, রামকৃষ্ণ মিশন, সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্র নাথা নন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিভাগীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখা সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু গোয়ালা মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যন্যা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগণ।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০১৭ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। দুর্গা পূজার কার্যক্রম চলাকালে আযানের সময় বাদ্যযন্ত্র না-বাজানো এবং প্রতিমা বিসর্জনকালে ট্রাকের ভিতর উচ্চস্বরে সাউন্ড সিস্টেম না-বাজানোর বিষয়ে মতামত ব্যক্ত করেন। তাছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০১৭ উদযাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর শুভ মহালয়া। মহালয়ার দিন থেকেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের ক্ষনগণনা। ২৫ সেপ্টেম্বর দেবীর বোধন এবং ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মাধ্যমেই শুরু হবে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।