বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীকে পুলিশ গতকাল সোমবার রাত ৭টার দিকে গ্রেফতার করেছে। উপজেলার মাথিউরা ইউনিয়নের উত্তরপার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নেতা ফয়েজীর বিরুদ্ধে চারটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন থেকে তিনি পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ও এসআই জিতেন্দ্রসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত উপজেলা জামায়াতে সাবেক সেক্রেটারি মাওলানা মুফচ্ছির আহমেদ ফয়েজীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৫ সালে পুলিশের সাথে জামায়াত-বিএনপি’র সংঘর্ষ ও একাধিক নাশকতা ঘটনার মামলা ছিল। এসব মামলার মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।
তিনি আরোও বলেন, গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।