গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বার বাঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার (১০ সেপ্টেম্বর) সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, গণতন্ত্রহীন অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না। দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বর্তমান স্বৈরাচারী সরকার। নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বিরোধী দলের সর্বস্তরের নেতা কর্মীদের উপর। তিনি বলেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন খরচও কমার কথা। কিন্তু বিদ্যুতের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা নজিরবিহীন এবং গণবিরোধী। লুটপাটের পিছনে জড়িত ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আত্মীয়স্বজন।
গোলাপগঞ্জ উপজেলা ১ নম্বার বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম এবং সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি নছিরুল হক শাহিন জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ময়ুর, মহানগর বিএনপির সাংগঠিক সম্পাদক মাহবুব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালিক চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও গোলাপগঞ্জ পৌর সভা কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সদস্য ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিএনপি নেতা জিল্লুর রহমান খান, শামীম আহমদ, সালিক আহমদ, মনির আহমদ, কাদির হোসেন, জাবিদ আলী, কয়ছর আলী, মুক্তার আহমদ. ময়না মিয়া, রেহান মিয়া, কামাল মিয়া, সালাউদ্দিন আহমদ, যুবদল নেতা শাহিন আহমদ, কাদির হোসেন, শাহান, কামরান, ফয়সল, আমির নোমান চৌধুরী শিপলু, জাকারিয়া, শাহান আলী প্রমুখ। বিজ্ঞপ্তি