সৃষ্টির ভুবন জ্বলতে

26

নেছার আহমদ নেছার

এসেছি তোমার বুকে কত আসে যায়-এমন ভেবনা
তোমার সৃষ্টির রহস্যের শত অনুভব হৃদয়ে রেখে
ধন্য করবো জন্মটা ॥
বেঁধে রেখনা ব্যর্থ খাঁচায়
ছুটে যেতে দিও আমার চাওয়া পাওয়ায়।

এসেছি এ সুন্দর পৃথিবীর স্বাদ নিতে নয়
বুকের ভাষায় আমার কথা দিয়ে যাবো মানুষের মাঝে,
অনাগত আমার স্মৃতির স্মরণ মাঝে জানবে আমার
প্রেম-আমার কৃষ্টি, হয়তো একদিন আমি
জানবো”-কে আমায় ভালোবাসে
কেইবা স্মরণ বেলায় গোপনে আমার প্রেমে পড়ে
অশ্র“ ফেলে ভাববে আমায় নিবিড় করে।

আমার জানতে ইচ্ছে হবে,
অনাগত হাজার মনে
বেঁচে থাকতেই একান্ত উদাস বিভোর ভাবনা।
কত লোক আসে যায় জটিল এই পৃথিবীতে
হিসেব আর আছে কি?

এদের সারিতে যেতে দিওনা আমায়
যারা ঝরা পাতার মতো ঝরে যায়
কেউই জানে না খবর।
অমর আত্মাগুলোর অস্তিত্ব আজও জীবিত,
জীবন্ত তাদের যশ খ্যাতি, সৃষ্টি,
স্মৃতিগুলো অম্লান অমলিন।

তাই চিরদিন মনের প্রাসাদে সেই মহামানবের কর্ম
অট্টালিকা উজ্জীবিত, তারা কোনদিন যাবে না মুছে
মায়াময় এই পৃথিবী থেকে।
নীরব প্রাণে প্রতিদিন সে কথাই মনে জাগে
নেশা ভরা দহন প্রদীপ জ্বলে
সৃষ্টির ভুবন জ্বালতে।