কমলগঞ্জের মকাবিল সীমান্তে বিজিবি’র নতুন ফাঁড়ি উদ্বোধন

87

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মকাবিল সীমান্তে ৪৬নং ব্যাটালিয়নের অধীনস্থ Pic-001নবনির্মিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন একটি সীমান্ত ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন এবং চোরাচালান ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বিজিবি নতুন ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম।
৪৬নং বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল এস এম আনিসুজ্জামান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, বিজিবি কুরমা ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালিক ও উসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ।