আওয়ামীলীগ সরকার জনগণের আশা আকাক্সক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে ———— মাহমুদ উস সামাদ এমপি

17

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার জনগণের আশা আকাক্সক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রাকৃতি দুর্যোগের সময় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জনগণের চাহিদা মেটাচ্ছে। এবারের দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার চাল, নগদ অর্থ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ করছে। সরকারের এই কার্যক্রম যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য আমি আমার নির্বাচনী এলাকায় উপস্থিত হয়ে জনগণের হাতে তুলে দিচ্ছি। ফলে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১০ নভেম্বর শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর, কামাল বাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে পৃথক পৃথক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ এর চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রব ও শাহ ছমির উদ্দিন, কামাল বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন দত্ত, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উত্তর কুশিয়ারা ইউনিয়নের প্রশাসক সাইদুর রহমান শামীম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রশাসক কামাল আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলা মিয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস, সেলিম আহমদ মেম্বার, খলিলুর রহমান, শফিক উদ্দিন মেম্বার, আমিরুন বেগম মেম্বার, আনোয়ার আলী মেম্বার, ইউনিয়ন সচিব আব্দুস ছালাম, আব্দুল হাই মেম্বার, আব্দুস ছালাম মেম্বার, টেক অফিসার শরবিন্দু দাস, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাকারিয়াউল হক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগে সভাপতি জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি