জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যুক্তরাজ্য আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ত্রাণ বিতরণ উপলক্ষে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণের উদ্যোক্তা যুক্তরাজ্য আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশুক ইবনে আনিসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন এবং যুক্তরাজ্য আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ। এ সময় জগন্নাথপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, জগন্নাথপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা বন্যার্ত পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ হিসেবে জনপ্রতি ১০ কেজি চাল ও ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
পরে জগন্নাথপুর পৌর সদরের তালুকদার রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ প্রবাসী নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা টিভি ইউকে-বাংলাদেশ এর সিলেটের সিনিয়র ক্যামেরা পার্সন আলমগীর হোসেন, জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক শংকর রায়, সানোয়ার হাসান সুনু, আবদুল হাই,জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আলী আহমদ, আজহারুল হক ভূইয়া শিশু, আলী আছগর ইমন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য আফজাল মিয়া প্রমুখ। সভায় আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দ সাজিদুর রহমান ফারুক ইঙ্গিত দিয়ে বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমি সুনামগঞ্জ ৩ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন চাইব। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন আমি তাঁর পক্ষে কাজ করে যাবো।