ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হচ্ছে। বরগুনা জেলার বেতাগীতে শ্রেণীকক্ষে স্কুল শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষিকারা কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করছে। সোমবার থেকে ৩দিন ব্যাপী এ কর্মসূচী পালন করা হবে। উপজেলার প্রায় ১শ’৭৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক দুলন তরফদার, ছাতক উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রণব দাস মিটু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেতাগীর ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ২১ আগষ্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ কর্মসূচী এখানে পালন করা হবে। ২৪ আগষ্ট বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধ কর্মসূচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্টমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।