অসহায় ও গরীব মানুষদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে – শফিউল আলম নাদেল

35

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রবাসীরা নিজেদের সুখ এবং বিলাসীতাকে ছেড়ে দিয়ে বন্যা, গরীব ও দুস্থদের সাহায্যে এগিয়ে আসেন আতাউর রহমান ও আনছার ওয়েলফেয়ার ট্রাস ইউকে তা অত্যন্ত প্রশংসার দাবীদার। নিজেদের কষ্টে অর্জিত সম্পদকে সমাজের কল্যাণে ব্যয় করে তারা সমাজেরই কল্যাণ সাধন করেছেন। বন্যা, অসহায় ও গরীব মানুষদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে।
আতাউর রহমান ও আনছার ওয়েলফেয়ার  ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে উত্তর খুরমা, দক্ষিণ খুরমা ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বন্যা, অসহায় ও গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজির হোসেন লাহিনের পরিচালনায় রবিবার বিকাল ৪টায় জালালপুরস্থ পয়েন্টে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান ফজর আলী, বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, বৃহত্তর জেদ্দা আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দিন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জর আলম, কিপেশ চন্দ্র, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য আনর আলী, ৪নং ওয়ার্ড সদস্য আলকাব আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য মাহমদ আলী, ৬নং ওয়ার্ড সদস্য সুরেতাজ আহমদ, ৭নং ওয়ার্ড ছামছুল হক, ৮নং ওয়ার্ড সদস্য হোসাইন মোঃ লনি, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি